আজকে আমাদের পোস্টের আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করবেন। আসুন জেনে নিই কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করবেন।
আমরা যারা নেটওয়ার্কে কাজ করি আমাদের সকলের পরিচিত একটা জিনিস হলো DNS। নেটওয়ার্কের কোন সমস্যা হলে বেশির ভাগ ক্ষেত্রেই পুরনো DNS Cache নির্দেশ করে। যদি আপনার ব্রাউজারে কোনো ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় তার মানে হলো আপনার DNS Cache তে কিছু সমস্যা রয়েছে।
এই সমস্যা ঠিক করতে হলে আপনাকে DNS Cache সাফ করতে হবে এবং ওয়েবসাইট পুনরায় লোডিং দিতে হবে। তাই আপনি যদি DNS Cache সমস্যায় পড়েন তাহলে আমাদের এই পোস্টটি পড়লে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করতে পারবেন। DNS Cache সাফ করতে এই পোস্টে একাধিক সমাধান দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল DNS সার্ভার পরিবর্তন করা। তাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করতে আমাদের পোস্টটি পড়ুন।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন DNS Cache সাফ করুন
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করার চারটি উপায় সম্পর্কে আপনাদের জানাবো। স্বাভাবিক ব্যাবহারকারির বাইেরে আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল রুট করে ব্যাবহার করেন তাহলে পুরো DNS সার্ভার পরিবর্তন করে DNS Cache ডিলিট করতে পারবেন।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল ক্রোমে DNS Cache সাফ করবেন।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ক্রোম শুধু একটি ব্রাউজার নয় বরং ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড্রয়েড সিস্টেমের অনেক কাজ পরিচালনা করে। আপনি যদি একজন নিয়মিত করবোম ব্রাউজার ব্যাবহারকারী হন তাহলে আপনি ক্রোম URL ব্যাবহার করে DNS Cache সাফ করতে পারবেন। নিচে কিভাবে ক্রোম ব্রাউজারে DNS Cache সাফ করবেন তা দেয়া হলো।
১/ প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে জান এবং সার্চ বারে chrome://net-internals/#dns এটা টাইপ করুন। এবার Ok টাপুন।

২/ এবার আপনার সামনে DNS Lookup পেইজ ওপেন হবে। এখানে আপনি Clear Host Cache তে চাপ দিন। তাহলেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ হয়ে যাবে।

ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে DNS Cache সাফ করুন
মূলত Cache এর মতো ক্রোমের ব্রাউজ করা ডেটা সাফ করা কেবল মাত্র Cache সাফ করলে ছবি এবং ডকুমেন্টগুলি সরিয়ে দেয়। অনেকে বলে থাকন যে অ্যাপে Cache সাফ করলে অনেক DNS সমস্যা সমাধান হয়ে যায়। তাই আপনার যদি উপরের নিয়মে DNS Cache সাফ না হয় তাহলে নিচের নিয়ম অনুযায়ী ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে DNS Cashe সাফ করুন।
১/ আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ক্রোমে আলতো করে চেপে ধরুন More Info নামে অপশন থেকে পাবেন যার পাশে i বাটন পাবেন। ক্রোমের সেটিং শর্টকাটে যেতে এই বাটনে চাপ দিন।
২/ এবার Storage আপশনে ক্লিক করুন এবং Delet Cache তে ক্লিক করুন। তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা সকল Cache সাফ হয়ে যাবে এবং DNS এর সকল সমস্যাগুলি ঠিক হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS সার্ভার পরিবর্তন করুন
যদি DNS Cache সাফ করার পরেও যদি DNS সমস্যার সমাধান না হয় তাহলে কেবল DNS সার্ভার পরিবর্তন করতে পারেন। অ্যান্ড্রয়েডের 9 আপডেটের সাথে সাথে গুগল একটড সিস্টেম DNS সেটিং যুক্ত করেছে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডিফল্ট DNS সার্ভার কিভাবে পরিবর্তন করবেন সেটির বিস্তারিত নিচে দেয়া হলো।
অ্যান্ড্রয়েড 9 এবং এর পরের আপডেট
১/ প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেটিংসে গিয়ে Connect and share এ প্রবেশ করুন। এখানে আপনি একটি অপশন পাবেন Private DNS নামের। বিভিন্ন ফোনে Private DNS গুলি Connect অপশনে পাবেন।
২/ এবার Personal DNS নির্বাচন করুন এখানে Change অপশন পাবেন সেখানে ক্লিক করুন। এবার আপনার পছন্দমত একটি DNS সার্ভারে প্রবেশ করুন।
অ্যান্ড্রয়েড 8.1 ভার্সনের জন্য DNS সার্ভার পরিবর্তন করুন
১/ পুরানো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেটিংস খুলুন এবার Wi-Fi এ যান। আপনি যে Wi-Fi এর সাথে সংযুক্ত আছের সেটিতে ঢুকুন এবং IP Setting পরিবর্তন করে Static করুন।
২/ এবাে Wi-Fi সরবারোহের জন্য DNS 1 এবং DNS 2 এড্রেসগুলি পরিবর্তন করুন। প্রতিটি Wi-Fi এর জন্য আলাদা আলাদা DNS সার্ভার পরিবর্তন করতে হবে।
থার্ডপার্টি অ্যাপস এর মাধ্যমে DNS Cache সাফ করুন।
১/ আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইএ ফোনের প্লে-স্টোর থেকো DNS চেঞ্জার অ্যাপ ইনস্টল করুন। এবার এটা খুলে কাস্টম DNS সার্ভার নির্বাচন করুন।
২/ এবার Start এ ক্লিক করুন তাহলেই আপনার কাজ শেষ। এই অ্যাপটি কাস্টম DNS সার্ভারের মাধ্যমে সব ট্রাফিক রুট করে অ্যান্ড্রয়েড এর VPN API ব্যাবহার করে। এখানে আপনি VPN সংযোগ সম্পুর্ন করতে একটি পপ-আপ পাবেন সেখানে ok করে দিন।
৩/ আপনি DNS সার্ভার পরিবর্তন করতে আপনি প্লে-স্টোর থেকে ফ্রি অ্যাপস Cloudflare এর WARP ব্যাবহা করতে পারেন।
শেষকথা | কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করবেন
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে DNS Cache সাফ করবেন তা উপরে দেয়া হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সম্পর্কিত সকল ছোট-বড় জিনিস জেনে রাখতে হবে।