বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

আজকের পোস্টে আমরা সকল ক্লাসের জন্য বসন্তকাল রচনা লিখেছি। বসন্তকাল চলে এসেছে আর এই বসন্তকালে বিভিন্ন ক্লাসের বাংলা পরিক্ষায় বসন্তকাল রচনা দিয়ে থাকে।

এছাড়া যেহেতু আমরা বাঙ্গালি তাই আমাদের সকলকে বসন্তকাল সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থায় বসন্তকাল থাকবে কারন এটি বাংলা ঋতুর গুরুত্বপূর্ণ একটি ঋতু। নিচে বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য দেয়া হলো।

বাংলা ঋতুচক্রের সবশেষে আসে ঋতুরাজ বসন্ত। প্রকৃতির চারিদিক সুশোভিত করে রূপের মাধুর্য সৃষ্টি করে এই বসন্তকাল এবং শীতল পরশের মোহনীয়তা স্পর্শ করে সকলের মন।

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির পাশাপাশি সাধারন মানুষের মনেও জাগে আনন্দের এক সীমাহীন জোয়ার। ঋতুরাজ বসন্ত নিয়ে আসে প্রকৃতিতে প্রানের স্পন্দন এবং মানব মনে ভালোলাগার এক বিশেষ অনুভুতি তাই বাঙ্গালীরা বসন্তকাল এতো পছন্দ করে।

ভূমিকা| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বাংলাদেশের ছয় ঋতুর অন্যতম একটি ঋতু হচ্ছে বসন্তকাল। বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলে অভিহিত করা হয়। ফাল্গুন ও চৈত্র বাংলা এই দুই মাসকে বসন্ত ঋতু বলা হয়। বসন্ত ঋতু হচ্ছে বাংলা বছরের শেষ ঋতু এবং কোকিলের ডাকেই বলে দেয় যে বসন্ত এসে গেছে। এই ঋতু সকলের কাছে প্রিয় কারন বসন্তকালে প্রকৃতি নানা রঙ্গে নিজেকে সাজায়।

বসন্তের আগমনক্ষণ| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বাংলাদেশের ছয় ঋতুর যেই চক্র রয়েছে তার সর্বশেষ ঋতু হলো বসন্ত। পাঁচ ঋতু অপেক্ষার পরে আমরা ঋতুরাজ বসন্ত পেয়ে থাকি। বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন ও চৈত্র এই দুই মাসকে বসন্তকাল বলা হয়। ঋতু চক্রে শীতের পরেই আগমন ঘটে বসন্তকালের তাই এসময় শীতের প্রকপ তেমন থাকেনা এবং গরমের তাপ তেমন হয়না যার কারনে প্রকৃতি এক অনন্য রূপ পেয়ে থাকে।

প্রাকৃতিক অবস্থা| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

হালকা শীতের অনুভূতি হয় এই বসন্তকালে। বসন্তকালে শেষের দিকে গরম আবহাওয়া লক্ষ করা যায়। বসন্তকালের শেষ থেকে শুরু হয় কালবৈশাখী ঝড় এবং প্রচুর তাপদহ দেখা যায়। এর কারনে অনেক অঞ্চলে পানি সংকট দেখা দেয় এবং এসময় গাছে নতুন পাতা গজায়।

এসময় চারিদিক মবুজের সমারোহ দেখতে পাওয়া যায় সাথে নানা রকম ফুলে মনে হয় যেনো সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন।

বসন্তকে ভালো লাগার কারন| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বাংলাদেশের ছয় ঋতুর যেই চক্র রয়েছে তার সর্বশেষ ঋতু হলো বসন্ত। পাঁচ ঋতু অপেক্ষার পরে আমরা ঋতুরাজ বসন্ত পেয়ে থাকি। বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন ও চৈত্র এই দুই মাসকে বসন্তকাল বলা হয়।

ঋতু চক্রে শীতের পরেই আগমন ঘটে বসন্তকালের তাই এসময় শীতের প্রকপ তেমন থাকেনা এবং গরমের তাপ তেমন হয়না যার কারনে প্রকৃতি এক অনন্য রূপ পেয়ে থাকে।

ফুল ফল| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বসন্তকালের আম গাছে আমের ছোট ছোট কুড়ি জন্মায় এবং বড় বড় খাল, নদী, পুকুরে পদ্ম ফুলের সমরহ দেখা যায়। আর বসন্ত কালকে সুন্দর রূপে সাজাতে দোলনচাঁপা, গন্ধরাজ, চাপা ফুল সুগন্ধি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়।
শাকসবজি
সবজির বাজারে বসন্তকালে ঢেঁড়স, ঝিঙ্গে নতুন সবজি হিসেবে বিক্রয় করা হয় এবং এ সময় সবজির বাজারে সবজি হিসেবে কাঁঠালের এঁচোড় বিক্রি করা হয়।

উৎসব| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বসন্ত বরণে প্রতিবছর চারিদিক রঙ্গিন হয়ে উঠে চারিদিকে চলে বসন্ত বরণ উৎসব বা পহেলা ফাল্গুন উৎসব। এদিন হলুদ শাড়ি পরে খোঁপা বেশী ফুলের মালা দিয়ে বিভিন্ন রঙ্গের চুড়ি পরে এক অপরূপ সাজে বাঙ্গালি সুন্দরি মেয়েরা বাইরে বের হয় বসন্তের টানে। এছাড়া বসন্তকালের অন্যতম উৎসব হচ্ছে হিন্দুদের দোলযাত্রা উৎসব।

দোলযাত্রা উৎসবের মধ্য দিয়ে মানুষজন আকাশে বাতাসে রং ছড়িয়ে আবির মেখে এই বসন্ত ঋতুকে স্বাগতম জানায়। এ অনুষ্ঠান হোলি নামে গোটা বিশ্বে পরিচিত। এছাড়াও এই সময় বাসন্তী পূজা হয়ে থাকে এবং বসন্তকালের শেষে হিন্দু ধর্মের মানুষ চড়ক পূজা করে এবং নতুন বছরকে স্বাগত জানায়।

রোগ| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বসন্তকালের বিভিন্ন রোগের আবির্ভাব ঘটে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত ও হাম। এছাড়া বসন্তকালে মশার আবির্ভাব খুব বেশি দেখা যায় এবং মশা বাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়াতে অনেকে আক্রান্ত হয়।

উপসংহার| বসন্তকাল রচনা সব ক্লাসের জন্য

বসন্ত ঋতুতে প্রথম দিকে হালকা শীত থাকে। যেহেতু এই ঋতুতে খুব বেশি শীত থাকেনা আবার খুব বেশি গরম থাকে না তাই এর ঋতুতে অন্যরকম সুন্দর এক আবহাওয়া বিরাজ করে। এই আবহাওয়াতে পশুপাখিরাও একটু সস্থির শ্বাস নিতে পারে এবং বসন্তকালে গাছ-পালা সবুজ রঙ্গে রেঙ্গে উঠে।

বসন্তেে আগমনে প্রকৃতির চারিদিকের আবহাওয়া মনোমুগ্ধকর হয়ে উঠে। প্রতৃতির রং এসময় মানুষের মন ছুয়ে যায় এবং প্রকৃতির সাথে প্রতিটি মানুষ বর্ণিল সাজে সেজে উঠে। কোকিলের সুমধুর সুর, ফুলে সসজ্জিত গাছপালা বসন্তের এক আগাম বার্তা বহন করে।

বাঙ্গালিরা কখনোই বসন্তকে ভালোবেসে বসন্তের রূপে নিজেদের সাজাতে ভোলেনা। বর্তমানে বসন্ত বরণ উৎসব আমাদের বাঙ্গালী ঐতিহ্য বহন করে। এই ইতিহাস ঐতিহ্যগত কারনের জন্য বাঙ্গালীদের কাছে বসন্ত বরণ উৎসব অনেক গুরুত্বপূর্ণ।

Leave a Comment